ড. ইউনূসকে স্মারকলিপি দেবে এনডিপি
২১ দিন আগে রবিবার, নভেম্বর ৯, ২০২৫
এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতারা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ২০ আগস্ট ১১ দফা স্মারক লিপি প্রদান করবে এনডিপি। আগামী মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে যাবেন দলটির নেতারা।
রবিবার (১৮ আগস্ট) সকালে এনডিপি’র কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা জানান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ।
তিনি বলেন, শেখ হাসিনার চক্রান্ত রুখে দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছেন— তাদের স্বজনরা প্রেস কনফারেন্স করে বলেছেন, পিলখানা হত্যায় শেখ হাসিনা, সেলিম ও পলাতক তাপস সরাসরি জড়িত।
বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি করেন তিনি।
খোন্দকার গোলাম মোর্তজা বলেন, তৎকালীন সময় ৭৬তম ব্যাচের শত শত মানুষ চাকরিচ্যুত হয়েছিল। তাদের বিষয়ে তদন্ত করে তারা যদি চাকরি পাওয়ার যোগ্য হয়, তাহলে চাকরি ফিরিয়ে দিতে হবে।
এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, আয়নাঘরের কুশীলব রিমান্ডে থাকা জিয়াউল আহসানের মুখে তারিক সিদ্দিকের নাম বেরিয়ে এসেছে। আমরা এখনও জানতে পারছি না যে, আয়নাঘরে কে কোথায় আছে। তাদেরকে দ্রুততম সময়ে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।