হবিগঞ্জে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
৬ দিন আগে রবিবার, নভেম্বর ৯, ২০২৫
ছবি : সংগৃহীত
হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে দানিছ মিয়া (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
দানিছ মিয়া স্থানীয় চলিতাতলা মাদ্রাসা শিক্ষক তিনি বাহুবল সদর ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাহুবলের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে শিক্ষক দানিছ মিয়া বাড়ির পাশে জমি থেকে গরু আনতে গিয়েছিলেন। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।