লাকসাম-মনোহরগঞ্জে দুই উপজেলার বিএনপি সংগঠনের করণীয় শীর্ষক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত...
১৩ দিন আগে রবিবার, নভেম্বর ৯, ২০২৫
হাজী আমিনুর রশিদ ইয়াসিন,
ইবনুল হাসান রায়হান - বিশেষ প্রতিনিধি।।
স্বৈরাচার
বিরোধী দীর্ঘ আন্দোলনের প্রাথমিক বিজয়ের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবং
অঙ্গ সহযোগী সংগঠনের বর্তমানে করণীয় শীর্ষক প্রতিনিধি সম্মেলনের আয়োজন করেছে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ দুই উপজেলার বিএনপি।
শুক্রবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়াম হলরুমে এ প্রতিনিধি সম্মেলন
অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা
বিএনপির সাবেক সভাপতি আবুল কালামে'র সভাপতিত্বে ও
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,
জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক
সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আলী আক্কাস, মোস্তফাজামান, আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, রেজাউল কাইয়ুম, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, সদস্য সচিব
হাজী মামুন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বণিক সমিতির
আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ, লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহমান বাদল, সদস্য সচিব নুর হোসেন চেয়ারম্যান, মনোহরগঞ্জ বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক আলী মর্তুজা, সদস্য সচিব সরওয়ার জাহান দোলন, লাকসাম যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, যুগ্ম আহবায়ক টি আর হারুন,
সাবেক সভাপতি মোশাররফ হোসেন মুশু,মনোহরগঞ্জ যুবদলের আহবায়ক রহমত উল্লাহ, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, যুবদলের
সাবেক সভাপতি মাহবুবুর রহমান মানিক, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক আবু বকর ছিদ্দিক মিল্টন।
এ-সময় আরও উপস্থিত ছিলেন দুই উপজেলার বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।প্রধান
অতিথির বক্তব্যে হাজী আমিনুর রহমান ইয়াছিন বলেন - আমি আপনি নেতাকর্মীরা কেউ ভালোছিল না সবাই একটা
অসঙ্গতির মধ্যে দিন কাটিয়েছে, কেউ যদি দলের নাম ভেঙ্গে চাঁদাবাজি সন্ত্রাসী লুটতরাজ করে তাহলে সরাসরি আমদেরকে অবগত করবেন আমরা দলের পক্ষ থেকে সরাসরি অ্যাকশন নিব।
সভাপতির বক্তব্যে আবুল কালাম বলেন - বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন করে
স্বাধীনতা পেয়েছি তার প্রেক্ষিতে তারেক রহমানের নির্দেশে দলের সাংগঠনিক যে কার্যক্রম গুলো
রয়েছে
তা সুশৃংখলভাবে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে।
রাজনীতি করতে হবে পরিচ্ছন্ন, প্রতিশ্রুতিবদ্ধ। দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত সন্ত্রাসমুক্ত। জনগণের জন্য কাজ করতে হলে জনগণের কাছ থেকে কথা শুনতে হবে এবং তা সমাধানের লক্ষ্যে
কাজ করতে হবে।